বন্ধুরা,আজ এই পেজে আমরা আপনাদের সঙ্গে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা PDF শেয়ার করবো।
এটি আপনাদের সমস্ত রকমের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আমরা আপনাদের জন্য নীচে List of Biosphere Reserves of India PDF-টি সম্পূর্ণ বিনামূল্যে দিলাম।
ভারতের 12 টি বায়োস্ফিয়ার রিজার্ভকে 1971 সালে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে UNESCO-এর Man and the Biosphere Programme(MAB)। এছাড়াও আরও ৬ টি বায়োস্ফিয়ার রিজার্ভকে ভারত সরকার জাতীয় স্বীকৃতি দিয়েছে। আপনাদের পড়ার সুবিধার জন্য দুটি তালিকা আলাদা করে দিয়েছি আমরা।
কেমন ধরণের প্রশ্ন আসে?
রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। যেমন, আপনাকে প্রশ্ন করা হতে পারে - "পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কী?" এটির উত্তর হবে - "সুন্দরবন"
আবার প্রশ্ন আসতে পারে "সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত?" চারটি অপশনের মধ্যে আপনাকে সঠিক উত্তর বেছে নিতে হবে। উত্তর হবে - "ওড়িশায়"
টপিকঃ ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ তালিকা:
নাম | স্বীকৃতি বর্ষ | অবস্থান |
---|---|---|
পান্না | 2020 | মধ্যপ্রদেশ |
কাঞ্চনজঙ্ঘা | 2018 | সিকিম |
অগস্তমালাই | 2016 | তামিলনাডু,কেরালা |
গ্রেট নিকবর | 2013 | আন্দামান ও নিকোবর |
আচানাকমার-অমরকন্টক | 2012 | ছত্তিশগড় |
নোকরেক | 2009 | মেঘালয় |
পাঁচমারি | 2009 | মধ্যপ্রদেশ |
সিমলিপাল | 2009 | ওড়িশা |
নন্দাদেবী | 2004 | উত্তরাখন্ড |
সুন্দরবন | 2001 | পশ্চিমবঙ্গ |
মান্নার উপসাগর | 2001 | তামিলনাডু |
নীলগিরি | 2000 | কেরালা,তামিলনাডু,কর্ণাটক |
ডিব্রু-সাইখোয়া | 1997 | অসম |
কচ্ছের রণ | 2008 | গুজরাট |
সেশচালাম পাহাড় | 2010 | অন্ধ্রপ্রদেশ |
ডিহং-ডিবং | 1998 | অরুনাচল প্রদেশ |
শীতল মরুভূমি | 2009 | হিমাচল প্রদেশ,লাদাখ |
মানস | 1989 | অসম |
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....