বন্ধুরা,আজ এই পেজে আমরা আপনাদের সঙ্গে বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF শেয়ার করবো।
এটি আপনাদের সমস্ত রকমের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আমরা আপনাদের জন্য নীচে List of Historical Quotes of Famous Indian PDF-টি সম্পূর্ণ বিনামূল্যে দিলাম।
কেমন ধরণের প্রশ্ন আসে?
রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। যেমন, আপনাকে প্রশ্ন করা হতে পারে - "জয় হিন্দ - উক্তিটি কার?" এটির উত্তর হবে - নেতাজি সুভাষচন্দ্র বসুর ।
আবার প্রশ্ন আসতে পারে "ইনকিলাব জিন্দাবাদ- উক্তিটি কার?" চারটি অপশনের মধ্যে আপনাকে সঠিক উত্তর বেছে নিতে হবে। উত্তর হবে - ভগৎ সিং-এর
টপিকঃ বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি
উক্তি | ব্যক্তি |
---|---|
বন্দেমাতরম | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
দিল্লী চলো | সুভাষচন্দ্র বসু |
জয় হিন্দ | সুভাষচন্দ্র বসু |
ইনকিলাব জিন্দাবাদ | ভগৎ সিং |
স্বরাজ আমার জন্মগত অধিকার | বাল গঙ্গাধর তিলক |
করেঙ্গে ইয়া মরেঙ্গে | মহাত্মা গান্ধি |
ভারত ছাড়ো | মহাত্মা গান্ধি |
জনগনমন অধিনায়ক জয় হে | রবীন্দ্রনাথ ঠাকুর |
সারে যাঁহাসে আচ্ছা | মোহাম্মদ ইকবাল |
গরীবি হাটাও | ইন্দিরা গান্ধি |
মেরা ভারত মহান হ্যায় | রাজীব গান্ধী |
আরাম হারাম হ্যায় | জওহরলাল নেহেরু |
পূর্ণ স্বরাজ | জওহরলাল নেহেরু |
আংরেজ পেট পে লাথ মারতে হে | দাদাভাই নৌরজি |
জয় জওয়ান, জয় কিষান ও জয় বিজ্ঞান | অটল বিহারী বাজপেয়ী |
মারো ফিরিঙ্গ কো | মঙ্গল পান্ডে |
সাম্রাজ্যবাদ কা নাশ হো | ভগৎ সিং |
মে আপনি ঝান্সি নেহি দুঙ্গি | রানী লক্ষ্মীবাই |
সত্যমেব জয়তে | মদন মোহন মালব্য |
জয় জওয়ান জয় কিষাণ | লাল বাহাদুর শাস্ত্রী |
ভারত ভারতীয়দের জন্য | স্বামী দয়ানন্দ সরস্বতী |
জয় জগত | বিনোবা ভাবে |
সাইমন গো ব্যাক | লালা লাজপত রায় |
তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো | লালা লাজপত রায় |
সরফরোশি কি তামান্না অব হামারে দিলমে হ্যায় | রামপ্রসাদ বিসমিল |
দুশমানো কি গোলিও কা সামনা হাম কারেঙ্গে, আজাদ থে আজাদ হি রাহেঙ্গে | চন্দ্রশেখর আজাদ |
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো | সুভাষচন্দ্র বসু |
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....