গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে।
চাকরির স্থান হবে দার্জিলিং জেলাতে। ইতিমধ্যেই 11/01/202 তারিখ থেকে অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোনপ্রকার আবেদন মূল্য লাগবে না। WB Horticulture Recruitment 2022 সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্যপদ-
02 টি
আবশ্যিক যোগ্যতা-
এই পদে আবেদনের জন্য স্নাতক হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে।
SEBI-র তরফ থেকে একগুচ্ছ শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি
সর্বোচ্চ বয়সসীমা-
সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। বয়স হিসাব করতে হবে 01/01/2022 তারিখের ভিত্তিতে।
রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট Part-01
বেতন-
মাসিক 13,000/- টাকা বেতন ধার্য করা হয়েছে।
আবেদন শুরু- 11/01/2022
আবেদন শেষ- 12/02/2022
আবেদন মূল্য-
কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
বিঃদ্রঃ- এটা সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক অস্থায়ী চাকরি।
আবেদন পদ্ধতি-
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে ফেটে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নিজের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে বা নিজে গিয়ে জমা দিয়ে আসা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12/02/2022।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-
Director, Director of Chinchona and Other Medical Plants, West Bengal, PO - Mungpoo, District - Darjeeling, Pin - 734313
Official Notice: Download Now
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....