ICAR Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার পদে নিয়োগ করা হবে। অফলাইনে আবেদন করা যাবে। ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করতে পারবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। ইতিমধ্যেই আবেদন গ্রহন শুরু হয়েছে।
ICAR Assistant Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
- সিনিয়র টেকনিক্যাল
- ড্রাইভার
মোট শূন্যপদ-
সবমিলিয়ে মোট 5 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন-
- সিনিয়র টেকনিক্যাল- পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে।
- ড্রাইভার- পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 13/04/2022
আবেদন শেষ- 04/05/202
আবশ্যিক যোগ্যতা-
- সিনিয়র টেকনিক্যাল- সংশ্লিষ্ট বিষয়ের উপর স্নাতক হতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ দেখুন।
- ড্রাইভার- মাধ্যমিক পাশ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদন মূল্য-
উক্ত পদগুলিতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ। করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠাতে হবে।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ The Chief Administrative Officer, ICAR-CIPHET, PO: PAU Campus, Ludhiana-141004 (Punjab)
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- আবেদন করার শেষ তারিখ 04/05/2022
Important Links
Official Notification: Download
Application Form: Download Now
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....