রাজ্যে আলিপুর কমান্ড সরকারি হসপিটালে বিভিন্ন পদে চাকরির নোটিস প্রকাশিত হয়েছে। Eastern Command Hospital Recruitment 2022 এখানে গ্রুপ-সি ও গ্রুপ-ডি শূন্যপদ আছে। মাধ্যমিক পাশেও এখানে আবেদন করা যাবে।
Kolkata Command Hospital Recruitment 2022 -এ বিভিন্নরকমের শূন্যপদ বর্তমান। এই পদগুলিতে আবেদন করতে হবে অফলাইনে। এম্প্লয়মেন্ট নিউজ পেপারে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার ৪৫ দিনের ( ১৩/০৬/২০২২ তারিখ) মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানাতে।
এখানে সবমিলিয়ে ১৫৮টি শূন্যপদ বর্তমান। লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। এই পোস্টে আমরা আবেদন করার তারিখ, আবেদন যোগ্যতা, আবেদন ফি, আবেদন পদ্ধতি, মাসিক বেতন ও অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। নীচে সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া রইলো।
পদের নাম-
- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
- সাফাইওয়ালা
- বারবার
- চৌকিদার
- কুক
- হেলথ ইনস্পেক্টর
- Tradesman Mate
- ওয়ার্ড সহায়িকা
- Washerman
মোট শূন্যপদ-
44 টি
মাসিক বেতন-
এখানে পদ অনুযায়ী বেতন আছে। তবে বেতন দেওয়া হবে পে-ম্যাট্রিক্স লেবেল-১,২,৪ অনুযায়ী।
আবেদন শেষ- 13/06/2022
বয়সসীমা-
- হেলথ ইনস্পেক্টর পদের জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স হতে হবে।
- এবং অন্যান্য পদের জন্য 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স হতে হবে।
আবশ্যিক যোগ্যতা-
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
আরও চাকরির খবরঃ
নিয়োগ পদ্ধতি-
- লিখিত পরীক্ষা।
- ফিজিক্যাল টেস্ট
- এবং ট্রেড টেস্ট
আবেদন মূল্য-
আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকার পোস্টাল অর্ডার করতে হবে।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনে।
- অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
- এরপর সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি জমা করতে হবে।
- আবেদন করা যাবে Registered Post or speed post মাধ্যমে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- আবেদন করার শেষ তারিখ 13/06/2022
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট। ( যদি থাকে)
- সম্প্রতি তোলা দুই-কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
- Ex-servicemen ব্যক্তির ক্ষেত্রে PPO এবং ডিসচার্জ বুক।
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
আবেদনপত্র জমা করার ঠিকানাঃ
The Commandant, Command Hospital (EC), Alipore, Kolkata- 700027
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download Now
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....