West Bengal ICDS Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। হাওড়া জেলার বিভিন্ন ব্লকে অসংখ্য শূন্যপদে অঙ্গনওয়াড়ী কর্মী ও অঙ্গনওয়াড়ী সহায়িকা নিয়োগ করা হবে।
Howrah Anganwadi Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। স্থানীয় বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। নূন্যতম অষ্টম শ্রেণি পাশেই আবেদন করা যাবে। ইতিমধ্যেই অফলাইনে আবেদন গ্রহন পর্ব শুরু হয়েছে।
Howrah ICDS Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
- অঙ্গনওয়াড়ী কর্মী
- অঙ্গনওয়াড়ী সহায়িকা
মোট শূন্যপদ-
বিভিন্ন ব্লক মিলিয়ে 700+ শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
- অঙ্গনওয়াড়ী কর্মী- 7,250/- টাকা
- অঙ্গনওয়াড়ী সহায়িকা- 5,300/- টাকা
আবেদন শুরু- 29/04/2022
আবেদন শেষ- 23/05/2022
বয়সসীমা-
আবেদনকারীর বয়স 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
- আবেদনকারীকে অষ্টম শ্রেণি/দশম শ্রেণি পাশ হতে হবে।
- সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরও চাকরির খবরঃ
নিয়োগ পদ্ধতি-
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
আবেদন মূল্য-
উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 23/05/2022
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download
Application Form: Download Now
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....