রাজ্যের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের তরফ থেকে West Bengal Teacher Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। Lighthouse For The Blind নামক একটি স্কুলে বাংলা, ইংরেজি, অংক এবং বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।
West Bengal School Teacher Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিজে হাতেও আবেদনপত্র জমা দেওয়া যাবে। ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। ইতিমধ্যেই আবেদন গ্রহন পর্ব শুরু হয়েছে। নূন্যতম স্নাতক পাশেই আবেদন করা যাবে।
West Bengal Assistant Teacher Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Assistant Teacher (সহকারী শিক্ষক)
মোট শূন্যপদ-
04 টি
মাসিক বেতন-
33,400-86,100
আবেদন শুরু- 27/04/2022
আবেদন শেষ- 11/05/2022
বয়সসীমা-
আবেদনকারীর বয়স 39 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। বয়স হিসাব করতে 01/01/2022 তারিখের ভিত্তিতে।
আবশ্যিক যোগ্যতা-
সংশ্লিষ্ট বিষয়ের উপর স্নাতক হতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ দেখুন।
আরও চাকরির খবরঃ
আবেদন মূল্য-
কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিজের একটি বায়োডাটা(CV) বানাতে হবে।
- গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Principal/Secretary, Lighthouse for the Blind, 174, Shyamaprasad Mukherjee Road, Kolkata-700026
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 11/05/2022
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....