ভারতীয় ডাক বিভাগের তরফে India Post Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্রুপ-সি পদে 'স্টাফ কার ড্রাইভার' নিয়োগ করা হবে।
India Post Recruitment Staff Car Driver 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে। ইতিমধ্যেই আবেদন গ্রহন পর্ব শুরু হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। কোনেপ্রকার আবেদন মূল্য লাগবে না। নূন্যতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে।
Staff Car Driver Vacancy in India Post Recruitment 2022 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Staff Car Driver
মোট শূন্যপদ-
এখানে মোট 17 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন-
19,900/- টাকা
আবেদন শুরু- 26/05/2022
আবেদন শেষ- 30/06/2022
বয়সসীমা-
উক্ত পদে আবেদনের জন্য 56 বছরের কম বয়স হতে হবে।
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- মোটর মেশিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
- অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
- বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আরও চাকরির খবরঃ
আবেদন মূল্য-
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠাতে হবে।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ O/o The Senior Manager, Mail Motor Service, 134-A, S.K. Ahire Marg, Worli, Mumbai-400018
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 30/06/2022
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....