উত্তর 24 পরগণা জেলার ডিএম অফিসের তরফ থেকে North 24 Parganas DM Office Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
North 24 PGS Centre Assistant Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নূন্যতম ডিপ্লোমা পাশেই আবেদন করা যাবে। কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
West Bengal DM Office Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
সেন্টার অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ-
01 টি
মাসিক বেতন-
19,000/- টাকা
আবেদন শুরু- 13/07/2022
আবেদন শেষ- 22/07/2022
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে।
- 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
- কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আরও চাকরির খবরঃ
নিয়োগ পদ্ধতি-
- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
- ইন্টারভিউয়ের তারিখঃ 01/08/2022
- ইন্টারভিউয়ের স্থানঃ Office of the District Magistrate & Collectorate, North 24 Parganas, Barasat, 4th Floor Meeting Hall No. 3.
আবেদন মূল্য-
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফমর্টি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ District Magistrate, North 24 Parganas (District Planing Section), Barasat, Kol- 124
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 22/07/2022
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....