পশ্চিমবঙ্গের বীরভূম জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে Birbhum District Health Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জেলার ন্যাশনাল হেলথ মিশনের আওতায় ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামে সাইকোলজিস্ট, মেডিক্যাল অফিসার, কাউন্সিলর, ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
Birbhum CMOH Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। রেজিস্ট্রার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ইতিমধ্যেই 01/08/2022 তারিখ থেকে আবেদন গ্রহন পর্ব শুরু হয়েছে।
Birbhum DHFWS Recruitment 2022 -এ নিয়োগ করা হবে বীরভূম জেলার চিফ মেডিকেল অফিসার অব হেলথের অধীনে। বীরভূম জেলার যেকোনো জায়গাতে চাকরির পোস্টিং হতে পারে। লিখিত পরীক্ষা, মেধার ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Birbhum NHM Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
- Clinical Psychologist
- Medical Officer
- LADY Counsellor
- Lab Technician
মোট শূন্যপদ-
- Clinical Psychologist- 02 টি
- Medical Officer- 14 টি
- LADY Counsellor- 01 টি
- Lab Technician- 01 টি
মাসিক বেতন-
- Clinical Psychologist- 30,000/- টাকা
- Medical Officer- 60,000/- টাকা
- LADY Counsellor- 20,000/- টাকা
- Lab Technician- 13,000/- টাকা
আবেদন শুরু- 01/08/2022
আবেদন শেষ- 12/08/2022
বয়সসীমা-
- Clinical Psychologist- সর্বোচ্চ 40 বছর
- Medical Officer- সর্বোচ্চ 62 বছর
- LADY Counsellor- সর্বোচ্চ 40 বছর
- Lab Technician- সর্বোচ্চ 60 বছর
- বয়স হিসাব করতে হবে 01/04/2022 তারিখের ভিত্তিতে।
- সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
- Clinical Psychologist- ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতক/স্নাতকোত্তর
- Medical Officer- MBBS
- LADY Counsellor- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
- Lab Technician- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনলোজিতে স্নাতক/ডিপ্লোমা
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আরও চাকরির খবরঃ
নিয়োগ পদ্ধতি-
মেধার ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
জেনারেলদের জন্য 100/- টাকা এবং সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য 50/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফমর্টি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- ধার্য করা আবেদন মূল্য জমা দিতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Office of the Chief Medical Officer of Health (DPMU section Room Number 7), New Administrative Building, Old Out Door Campus, PO- Suri, District- Birbhum, Pin- 731101, West Bengal
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 12/08/2022 (5:00 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- অভিজ্ঞতার শংসাপত্র
- নিজের সই করা ছবি
- অন্যান নথিপত্র
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here
0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....